২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ফাঁসির দাবি জানিয়েছে হামলায় নিহতদের স্বজন ও আহতরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে কদম ফোয়ারার সামনে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, তৎকালীন বিরোধী দলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার লক্ষ্যে গ্রেনেড হামলা করা হয়।
কর্মসূচিতে আওয়ামী লীগ নেতা ওমর আলীর সভাপতিত্বে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত পরিবারের স্বজন ও আহত ব্যক্তিরা, নাজিম উদ্দিন আনিস, মোরশেদ কামাল, হারুন উর রশিদ, মো. জুয়েল, আওয়ামী লীগ নেতা হাজী হাফিজ, আতিকুর রহমান স্বপন, যুবলীগ নেতা বাবু ভুইয়া, মোখলেসুর রহমান রোমেল, ছাত্রলীগ নেতা মিরাজ হোসেন, সেচ্ছাসেক লীগ নেতা বশির উদ্দিন সুমন, একতা উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক সাজেদ ব্যাপারী, হানিফ স্মৃতি সংসদের সভাপতি আবদুল কাইয়ুম,সাধারণ সম্পাদক মো মানিক উপস্থিত ছিলেন। মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা হাবিবুল ইসলাম সুমনের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মো. কৌশিক আহমেদ সোহেল, মো. সাদেক মিঠু , শাহাদত হোসেন মিকো প্রমুখ।