হৃতিককে আমি সবসময় একজন ভাল বন্ধু হিসেবেই দেখেছি।’: কারিনা

 

বলিউডে নিজের পথচলা শুরুর পর থেকেই একের পর এক গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে ছিলেন কারিনা কাপুর। কখনও তুষার কাপুর, কখনও শাহিদ কাপুর—বিভিন্ন সহ-অভিনেতার সঙ্গে তার নাম জড়িয়েছে বারবার।

তবে শাহিদ কাপুরের সঙ্গে তার সম্পর্ক এতটাই গভীর ছিল যে অনেকেই মনে করেছিলেন, শেষ পর্যন্ত এই জুটির পরিণতি হবে বিয়েতে। কিন্তু সব জল্পনা ছাপিয়ে কারিনার জীবনে এসেছিলেন সাইফ আলি খান, যিনি শেষমেশ মন জয় করে নেন তার।

তবে কি জানেন? শাহিদের আগেও একবার কারিনাকে ঘিরে বিয়ের গুঞ্জন উঠেছিল বলিপাড়ায়।

ঘটনাটা ২০০০ সালের। সে সময় ঋত্বিক রোশন তার সিনেমা‘কাহো না পেয়ার হ্যায়’ দিয়ে বক্স অফিস কাঁপাচ্ছেন, আর তখন কারিনা কাপুর ও অভিষেক বচ্চনের ‘রিফিউজি’ সিনেমা খুব একটা সাফল্য পাচ্ছিল না। ঠিক তখনই বলিউডের অন্দরমহলে কানাঘুষো শুরু হয়—রোশন পরিবার নাকি কারিনাকে খুব পছন্দ করে এবং তাদের তরফ থেকেই নাকি বিয়ের চিন্তাভাবনা করা হয়েছিল!

এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলতে গিয়ে কারিনা বলেন, ‘ঋত্বিক আর আমার মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল, আর সেটা আমাদের সিনেমায় আসার আগেই তৈরি হয়ে গিয়েছিল। রোশন পরিবার আমাকে খুবই স্নেহ করত। প্রেমের গুঞ্জন উঠলেও, আমরা কখনই তাতে গুরুত্ব দিইনি। আর বিয়ের কথা তো কল্পনাতেই নেই! হৃতিককে আমি সবসময় একজন ভাল বন্ধু হিসেবেই দেখেছি।’

তবে কারিনার এ মন্তব্য নিয়ে অনেকের মধ্যেই ভিন্নমত রয়েছে। অনেকেই মনে করেন, হয়তো ব্যক্তিগত সম্পর্ক আড়াল করতেই এমন কথা বলেছিলেন তিনি। যদিও ঋত্বিক বা কারিনা—দু’জনের কেউই এই বিষয়ে কখনও প্রকাশ্যে কিছু বলেননি। ফলে সেই সময়ের গুঞ্জন আজও রহস্য হয়েই রয়ে গেছে।

 

পূর্বের খবরতুরস্ক ইস্যুতে সতর্ক পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন
পরবর্তি খবরপ্রধান উপদেষ্টাকে ডি. লিট ডিগ্রি প্রদান চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের