‘হাসিনার বিরুদ্ধে দুদকের প্রথম মামলা’ নয়াদিগন্ত পত্রিকার প্রথম পাতার শিরোনাম।
ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহরে জমি বরাদ্দ নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের এটিই প্রথম মামলা দায়ের।
গতকাল রোববার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বিষয়টি জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো: আক্তার হোসেন।
তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজনৈতিক বিবেচনায় রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর রোড থেকে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বজনরা।
সূত্র: বিবিসি বাংলা