হঠাৎ ট্রাম্পের বাসভবনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

 

ভিনিউজ : হঠাৎ ট্রাম্পের বাসভবনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ৪ জানুয়ারি ফ্লোরিডায় মার-এ-লাগোতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলছেন। ছবি : এএফপি
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনানুষ্ঠানিক ও আকস্মিক সাক্ষাৎ করেছেন। ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো বাসভবনে শনিবার এই সাক্ষাৎ হয়। মেলোনির কার্যালয় রবিবার এই তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় রবিবার সকালে অতি-ডানপন্থী প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো ছবিতে দেখা যায়, মেলোনি ও ট্রাম্প মার-এ-লাগোর প্রবেশপথে ছবি তুলছেন এবং একটি রিসেপশন রুমে কথোপকথন করছেন, যেখানে একটি বড় ক্রিসমাস ট্রি দৃশ্যমান ছিল।

মেলোনির কার্যালয় দুই নেতার সাক্ষাতের বিষয়ে কোনো বিবৃতি দেয়নি এবং শনিবারের এই সফর নিশ্চিত করতে বারবার করা অনুরোধের কোনো জবাবও দেয়য়নি। তবে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, সফরে একটি চলচ্চিত্র প্রদর্শনী ও রাতের খাবার অন্তর্ভুক্ত ছিল। এ ছাড়া ইতালির সব পত্রিকায় রবিবার দুই রক্ষণশীল নেতার পাশাপাশি ছবি প্রধান শিরোনামে ছিল।

ফার-রাইট ব্রাদার্স অব ইতালি দলের নেতৃত্ব দেওয়া মেলোনি সম্প্রতি ট্রাম্পের কাছে আসা কয়েকজন বিদেশি নেতার মধ্যে একজন।

অন্যদের মধ্যে কানাডার জাস্টিন ট্রুডো ও হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও আছেন। ট্রাম্প ২০ জানুয়ারি দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন।
মেলোনির এই সফর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের রোম সফরের আগে অনুষ্ঠিত হলো। মেলোনির সঙ্গে এবং আলাদাভাবে পোপ ফ্রান্সিসের সঙ্গে বাইডেন বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

ইতালির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো ছবিতে মেলোনিকে ফ্লোরিডার সিনেটর মারকো রুবিওর সঙ্গে হাত মেলাতেও দেখা যায়।

সূত্র : এএফপি

পূর্বের খবরদেশের সম্মান ও গৌরব অটুট রাখতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী: প্রধান উপদেষ্টা
পরবর্তি খবরসাগর-রুনি হত্যাকান্ড : পুনঃতদন্তে নতুন করে ২৫-৩০ জনকে জিজ্ঞাসাবাদ করছে পিবিআই