সেপ্টেম্বরের পিএমআই প্রকাশঃ টানা তিন মাস সংকোচনের ধারায় দেশের অর্থনীতি

টানা তিন মাস ধরে সংকোচনের ধারায় চলছে দেশের অর্থনীতি। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে পারচেজিং ম্যানেজার্স ইনডেক্সের (পিএমআই সূচক) মান ৬ দশমিক ২ পয়েন্ট বাড়লেও অর্থনীতি সংকোচনের ধারায় ছিল। এ মাসে পিএমআই মান ছিল ৪৯ দশমিক ৭। অর্থনীতির সম্প্রসারণ বোঝাতে এ মান ৫০-এর অধিক হতে হবে। ১০০-এর মধ্যে পিএমআই পরিমাপ করা হয়।

গত সোমবার সেপ্টেম্বরের পিএমআই প্রকাশ করা হয়েছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে প্রতি মাসে এ সূচক প্রকাশ করে থাকে। দেশের অর্থনীতির প্রধান চারটি খাত—কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা খাতের গতিবিধির ওপর ভিত্তি করে প্রতি মাসে এ সূচক তৈরি করা হয়।

সেপ্টেম্বরের পিএমআই সূচকে দেখা যায়, এ মাসে কৃষি খাতের পিএমআই মান ছিল ৪৭; যা আগস্টে ছিল ৩৮ দশমিক ৭ পয়েন্ট। উৎপাদন খাতের পিএমআই ছিল ৫২ দশমিক ৬; যা আগের মাসে ছিল ৪৭ দশমিক ৭ পয়েন্ট। আর সেবা খাতের সূচক ৪৩ দশমিক ২ পয়েন্ট থেকে ৪৯ দশমিক ৪-এ এসে পৌঁছেছে। নির্মাণ খাতে আগস্টে আগের মাসের তুলনায় মান কমলেও সেপ্টেম্বরে তা বেড়ে ৪৬-এ এসে দাঁড়িয়েছে। আগস্টে এ খাতের মান ছিল ৪০, যা জুলাইয়ে ৪৫ ছিল। সব মিলিয়ে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ৬ দশমিক ২ পয়েন্ট পিএমআই মান বেড়েছে।

পিএমআই প্রতিবেদনে বলা হয়েছে, কিছু বাধা ও চ্যালেঞ্জের সম্মুখীন হলেও দেশের সামগ্রিক অর্থনীতি ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত দিচ্ছে। ভবিষ্যতের ব্যবসা সূচক ইতিবাচক। কৃষি, উৎপাদন, নির্মাণ, সেবাসহ সব প্রধান খাতের দ্রুত হারে সম্প্রসারণ হবে বলে ধারণা করা হচ্ছে। শিল্পাঞ্চলে এখনো অস্থিরতা আছে, সে কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। তার মধ্যেও সেপ্টেম্বরে উৎপাদন খাত সম্প্রসারণের ধারায় ফিরেছে। এ পরিপ্রেক্ষিতে ভবিষ্যতের বিষয়ে শিল্পোদ্যোক্তারা ইতিবাচক হতে পারেন।

গত বছরের ডিসেম্বর থেকে এমসিসিআই ও পিইবি পিএমআই মান প্রকাশ করলেও আনুষ্ঠানিকভাবে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে তা জনসম্মুখে আনা হয়। তাদের প্রতিবেদন অনুযায়ী, শুরু থেকেই দেশের সামগ্রিক অর্থনীতি সম্প্রসারণেরই ইঙ্গিত দিচ্ছিল। সেটা মে মাসে রেকর্ড ৭০ দশমিক ১-এ পৌঁছায়। এরপর থেকে আবার তা কমতে থাকে। জুলাইয়ে পিএমআই মান ৩৬ দশমিক ৯ পয়েন্টে নেমে যায়। সে সময় দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনের কারণেই সব খাতে ধস নামে। তবে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ধীরে ধীরে আবার ঘুরে দাঁড়াতে শুরু করে দেশের অর্থনীতি। সে ধারায় আগস্টের পিএমআই ৪৩ দশমিক ৫ পয়েন্টে পৌঁছায়। এরপর সেপ্টেম্বরে তা ৪৯ দশমিক ৭-এ গিয়ে দাঁড়িয়েছে।

এস/ভি নিউজ

পূর্বের খবরHC gets 23 additional judges
পরবর্তি খবররসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী