আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে
তুমি যাও যে সরে….!
দিন- মাস- বছর পেরিয়ে বছর আসে বছর যায়।
মরা নদীতে জোয়ার উপচে দু’কূল ডুবুডুবু প্রায়
ঘোর অমাবস্যার দীপাবলি র আলোয়
কামার পাড়ার লোহা পোড়ানো আগুন
জ্বলছে তো জ্বলছেই …
মনের মধ্যে কেমন একটা উথাল পাথাল
বুনো ঝড় তছনছ করে দিচ্ছে ..!
সমাজ সংসারের তাবত নিয়মের বেড়াজাল।
রেললাইন পেরিয়ে বুনোফুল মাড়িয়ে কংক্রিটের পথে হেঁটে হেঁটে আসছিলে তুমি,
কুয়াশার ঘোর কেটে গেছে শহরের ব্যস্ততায়। তবুও
মফস্বলি শীত জড়িয়ে রেখেছিলো তোমায়
জিন্স আর জ্যাকেটের গারদে ।
চোখাচোখি হতেই মিষ্টি হাসির সম্ভাষণ
বসন্ত এসে গেছে …!!!
অচেনা থেকে চেনা আবর্তে
নিকট থেকে আরো নিকটে
কতোটা…? যতোটা এলে
শ্বাসে শ্বাসে উষ্ণ বুদবুদ উসকে দেয়
গায়ের গন্ধের মাতাল সমীকরণ !
এতো প্রেম আমি কোথা পাবো নাথ,
তোমারে হৃদয়ে রাখিতে ?
বেলা বয়ে যায় , রয়ে যায় সময়ের হাতছানি
উত্তরের বাতাস দক্ষিণের বাতায়নে ডানা ঝাপটায়
আপনার মাঝে আপনারে যাচে..!
নিভৃতের সেচ্ছাচারী
অজানা উন্মাদনায় ।।