সালাহউদ্দিন ও খোকনকে শোকজ করল বিএনপি

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে শোকজ করেছে বিএনপি।

সোমবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (০২ সেপ্টেম্বর) দলের অন্যতম এই দুই শীর্ষ নেতাকে শৃঙ্খলা ভঙ্গের জন্য কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। নোটিশের জবাব দেওয়ার জন্য তাদেরকে ২৪ ঘণ্টা সময় বেধে দেওয়া হয়েছে।

সূত্র জানায়, চট্টগ্রামে এক সংবর্ধনা অনুষ্ঠানে এস আলম গ্রুপের গাড়ি ব্যবহারের জন্য সালাহউদ্দিন আহমেদকে এবং বিতর্কিত ডায়মন্ড ব্যবসায়ী দিলিপ কুমার আগারওয়ালার সঙ্গে বৈঠকের অভিযোগে খোকনকে শোকজ করা হয়েছে।

এস/ভি নিউজ

পূর্বের খবরশিক্ষার্থীকে গুলি করে হত্যা, অস্ত্রধারী নাসির গ্রেফতার
পরবর্তি খবরকাঠগড়ায় হাউমাউ কাঁদলেন হাজী সেলিম, করতে পারলেন না স্বাক্ষর