ভিনিউজ : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ঘোষণা করেছেন যে, তার দেশ খুব শিগগিরই সামরিক বাজেট দ্বিগুণ করবে। একইভাবে ইউরোপীয় মিত্র দেশগুলোকে সামরিক বাজেট বাড়ানোর আহ্বান জানিয়েছেন ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ন্যাটো সদস্য দেশগুলোকে তাদের সম্মিলিত সামরিক ব্যয় বাড়ানোর জন্য চাপ দিচ্ছেন তখন ম্যাকরন এই ঘোষণা দিলেন।
ইউরোপীয় প্রতিরক্ষা বিষয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সাথে বৈঠকের পর গতকাল (সোমবার) সাংবাদিকদের সাথে আলাপের সময় ফরাসি প্রেসিডেন্ট বলেন, আরো শক্তিশালী এবং স্বাধীন ইউরোপ প্রতিষ্ঠা করা জরুরি।
তিনি বলেন, “দুটি সামরিক কর্মসূচি বিষয়ক আইন সম্পন্ন হওয়ার পর ফ্রান্স তার প্রতিরক্ষা বাজেট দ্বিগুণ করবে এবং কৌশলগত বড় প্রকল্প চালু করবে।” ইইউ সদস্যদেরও একই পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানান ম্যাকরন।
তিনি যুক্তি দেন, নতুন মার্কিন প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত এবং বিবৃতিগুলো ইইউকে বৃহত্তর ঐক্য এবং সম্মিলিত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় আরো সক্রিয় ভূমিকার দিকে ঠেলে দিচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে অন্যায্য বাণিজ্য পরিচালনার কথা উল্লেখ করে ঘোষণা করেন যে, তিনি ইউরোপীয় জোট থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক আরোপ করবেন। জবাবে ম্যাকরন বলেছেন, ইউরোপের পণ্যকে লক্ষ্যবস্তু করা হলে ইইউ তার বাণিজ্যিক স্বার্থ রক্ষা করবে। তিনি বলেন, “প্রকৃত শক্তি” হিসেবে তাদের অবশ্যই পাল্টা প্রতিক্রিয়া দেখাতে হবে।#
পার্সটুডে