সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি গ্রেপ্তার

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। সোমবার (১ অক্টোবর) দিবাগত রাতে তাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি জানিয়েছে, তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে নেয়া হচ্ছে।

গিনিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বলেন, গাইবান্ধা-২ (সদর) এর সাবেক সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করেছে ডিবি। সোমবার মধ্যরাতে তাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, মাহবুব আরা বেগম গিনির বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।

এস/ভি নিউজ

পূর্বের খবর৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বন্দরে সতর্কতা
পরবর্তি খবর‘ব্যাংকের মাধ্যমে জুলাইয়ে লেনদেন কমেছে প্রায় দেড় লাখ কোটি টাকা’