সাবেক মন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার

আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন। এরপর তাঁর মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে যান। তাঁদের মধ্যে বেশ কয়েকজন এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন।

আবার অনেকে দেশ ছেড়েছেন বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে কামরুল ইসলামকে গ্রেপ্তারের কথা জানাল পুলিশ।

এস/ভি নিউজ

পূর্বের খবরসরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ বছর করে প্রজ্ঞাপন
পরবর্তি খবরবাংলাদেশের ঋণমান কমাল মুডিস, প্রবৃদ্ধি হ্রাসেরও পূর্বাভাস