সাগর-রুনি হত্যাকান্ড : পুনঃতদন্তে নতুন করে ২৫-৩০ জনকে জিজ্ঞাসাবাদ করছে পিবিআই

 

বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের পুনঃতদন্তে নতুন করে ২৫ থেকে ৩০ জনকে জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন আলামত পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইসভেস্টিগেশন (পিবিআই)।

রোববার (৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, তদন্ত নিয়ে দ্রুতগতিতে ও অনেক বেশি কাজ হচ্ছে। তবে ঘটনাটি ১২-১৩ বছর আগে ঘটেছে। সেটা আবার নতুন করে ইনভেস্টিগেট করা, এটা নিয়ে কাজ করছে পিবিআই। আশা করছি তারা দ্রুত আরও কিছু ভালো কাজ করতে পারবে।

 

পূর্বের খবরহঠাৎ ট্রাম্পের বাসভবনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি
পরবর্তি খবরবিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান