বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের পুনঃতদন্তে নতুন করে ২৫ থেকে ৩০ জনকে জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন আলামত পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইসভেস্টিগেশন (পিবিআই)।
রোববার (৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, তদন্ত নিয়ে দ্রুতগতিতে ও অনেক বেশি কাজ হচ্ছে। তবে ঘটনাটি ১২-১৩ বছর আগে ঘটেছে। সেটা আবার নতুন করে ইনভেস্টিগেট করা, এটা নিয়ে কাজ করছে পিবিআই। আশা করছি তারা দ্রুত আরও কিছু ভালো কাজ করতে পারবে।