সাকিবের সঙ্গে ক্যালিসের তুলনা টেনে যা বললেন প্রোটিয়া কোচ

বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকা করলে বড়সড় একটা জায়গা দখল করে থাকবেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস। তার সঙ্গে সাকিব আল হাসানের তুলনা টেনে আলোচনার জন্ম দিয়েছেন দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স।

আগামী সোমবার ২১ অক্টোবর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মিরপুরে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচ দিয়ে নিজের দীর্ঘ টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন সাকিব। তাকে রেখে স্কোয়াডও সাজিয়েছিল বিসিবি। কিন্তু মিরপুরে ক্রমাগত বিক্ষোভের কারণে নিরাপত্তা শঙ্কায় শেষ পর্যন্ত তাকে বাদ দিয়ে নতুন স্কোয়াড সাজিয়েছে বিসিবি।

এক অনলাইন সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকান সাংবাদিকদের সঙ্গে কথা বললেন অ্যাশওয়েল প্রিন্স। সেখানেই টাইগার অলরাউন্ডারের না থাকাটা বাংলাদেশ দলের জন্য বড় ক্ষতি মনে করছেন প্রোটিয়া ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স। সাকিবকে তিনি তুলনা করেছেন প্রোটিয়া কিংবদন্তি জ্যাক ক্যালিসের সঙ্গে।

প্রিন্স বলেন, ‘এটা দুই দলের জন্যই বড় সিরিজ। অলরাউন্ডার হিসেবে সাকিব খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, অনেকটা জ্যাক ক্যালিস আমাদের জন্য যেমন ছিলো তেমন। সে যদি না খেলে তাহলে দলের ব্যালেন্স করাটা কঠিন হবে। তখন আপনাকে সংশয়ে থাকতে হবে আপনি বাঁহাতি স্পিনার খেলাবেন নাকি ব্যাটার খেলাবেন।’

প্রিন্স আরো বলেন, ‘ব্যাটিং-বোলিং মিলিয়ে এমন একজন অলরাউন্ডার পাওয়া কঠিন। তারা খানিকটা ভাগ্যবান তাদের আরেকজন ভালো বাঁহাতি স্পিনার আছে তাইজুল, সম্ভবত সে খেলবে। সেদিক থেকে তাদের একটা দিক পূরণ হবে। তখন হয়ত সাকিবকে রিপ্লেস করার জন্য তারা একজন ব্যাটার খেলানোর কথা ভাববে। সাকিবকে নিয়ে এরকম অনিশ্চয়তা এবারই প্রথম নয়। এটা নতুন কিছু নয় ওদের জন্য।

পূর্বের খবররিজার্ভে হাত না দিয়েই দেড় বিলিয়ন ডলার দেনা পরিশোধ
পরবর্তি খবর১৫ অঞ্চল থেকে কৃষিপণ্য পরিবহন করবে রেলওয়ে, ভাড়া কত?