নয়া কৃষি বাতিলের দাবিতে বিক্ষোভ উত্তাল গোটা ভারত। কৃষকদের সমর্থন করে টুইটারে মুখ খুলেছেন একের পর এক বিদেশি সেলেব্রিটি। পপ তারকা রিহানার টুইটের পর বিষয়টি নিয়ে আরও বেশি করে উৎসাহী হয়ে পড়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলি৷ বহু আন্তর্জাতিক ব্যক্তিত্বও ভারতের কৃষক আন্দোলনকে সমর্থন জানান৷ ভাবমূর্তি ক্ষুন্ন হয় ভারতের৷ পাল্টা কড়া বিবৃতিতে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক৷ সতর্ক করা হয়েছে টুইটারকে৷
এই ইস্যুতে এবার সোচ্চার হলেন ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। বুধবার সচিন বলেছেন, ভারতের সার্বভৌমত্বের প্রশ্নে আপোস নয়। বহির্শক্তি দর্শক হতে পারে। কিন্তু, দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে পারে না। ভারতীয়রা ভারতকে জানেন এবং ভারতের জন্য তাঁদেরই সিদ্ধান্ত নেওয়া উচিত। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। টুইটারে #IndiaAgainstPropaganda এবং #IndiaTogether হ্যাশট্যাগে জুড়ে দেন সচিনও৷
অনিল কুম্বলে টুইটে লিখেছেন, বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র হিসেবে ভারত নিজেদের অভ্যন্তরীণ সমস্যার শান্তিপূর্ণ সমাধানে যথেষ্ট সক্ষম৷ সচিন তেন্ডুলকর এবং অনিল কুম্বলের টুইট রিটুইট করে সমর্থন জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷
ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, এই মতবিরোধের সময় সবার ঐক্যবদ্ধ থাকা উচিত৷ কৃষকরা আমাদের দেশের অবিচ্ছেদ্য অংশ এবং আমি আশাবাদী আলোচনার মাধ্যমেই শান্তিপূর্ণ সমাধান হবে এবং আমরা একসঙ্গে এগিয়ে যাব৷
সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে লিখেছেন, এমন কোনও বিষয় নেই যা আলোচনার মাধ্যমে সমাধান করা যায় না৷ আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ থাকি এবং দেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের চেষ্টা করি৷
ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী টুইটে লিখেছেন, ভারতের অর্থনৈতিক ব্যবস্থায় কৃষিকাজ অন্যতম গুরুত্বপূর্ণ৷ কৃষকরা দেশের মেরুদন্ড৷ এটি একটি অভ্যন্তরীণ বিষয় এবং আলোচনার মাধ্যমেই এর সমাধান হবে৷ জয় হিন্দ৷
বিজেপি সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর লিখেছেন, বাইরের শক্তি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে। এটা দেশের আভ্যন্তরীণ বিষয়। তাই আলোচনার মাধ্যমেই তার সমাধান করতে হবে।
শিখর ধাওয়ান বলেছেন, দেশের মঙ্গলের জন্য সমাধানসূত্র বের করা প্রয়োজন। সবাইকে একসঙ্গে আরও ভালো ও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে।