সকল সুইং স্টেটেই জিতলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের প্রথম দিনেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত হয়েছে। তবে কয়েকটি সুইং স্টেটের ফল ঘোষণা বাকি ছিল। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ অ্যারিজোনা অঙ্গরাজ্যেও জিতেছেন ট্রাম্প।

এই রাজ্যে জয়ের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প সাতটি সুইং স্টেটেই জয় নিশ্চিত করলেন। মার্কিন প্রেসিডেন্ট হতে ২৭০টি ইলেক্টরাল ভোট পেতে হয়। এরইমধ্যে ট্রাম্প ৩১২টি ইলেক্টরাল ভোট নিশ্চিত করেছেন, অন্যদিকে ডেমোক্রাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ইলেক্টরাল ভোট।

এ ছাড়া ট্রাম্প ইতোমধ্যে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। তবে নিম্নকক্ষ হাউজে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

এদিকে ক্ষমতা হস্তান্তরের আগে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আগামী বুধবার দেখা করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে এই তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে আগামী বুধবার সকাল ১১টায় ওভাল অফিসে তার সঙ্গে সাক্ষাৎ করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

পূর্বের খবরসিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক
পরবর্তি খবরএনআইডি সংশোধনে ১৪ দিন সময় পাবেন আবেদনকারীরা