পাঁচটি সংস্কার কমিশন প্রধানদের পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি এবং সদস্যদের সম্মানী নির্ধারণ করেছে সরকার।
মঙ্গলবার (২৬ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গঠন করা ছয়টি কমিশনের প্রধানদেরও একইভাবে পদমর্যাদা এবং সদস্যদের সম্মানী দেওয়া হয়েছিল।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, কমিশনগুলোর সদস্যদের মধ্যে যারা সরকারি চাকরিতে নিয়োজিত নন, তারা কমিশনের প্রত্যেক সভায় অংশগ্রহণের জন্য ১০ হাজার টাকা সম্মানী পাবেন। যারা সরকারি চাকরিতে নিয়োজিত রয়েছেন, তারা কমিশনের প্রত্যেক সভায় অংশগ্রহণের জন্য ৫ হাজার টাকা সম্মানী পাবেন।
তবে শর্ত থাকে যে, কমিশন প্রধান বা কোনো সদস্য অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ-সুবিধা গ্রহণ করতে না চাইলে তা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এস/ভি নিউজ