কলকাতা: করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তাই পশ্চিমবঙ্গে ফের লকডাউনের মেয়াদ বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সর্বদল বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, ৩১ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গে চলবে না লোকাল ট্রেন, মেট্রো। উল্লেখ্য, ৩০ জুন পর্যন্ত রাজ্যে লকডাউন জারি করাই রয়েছে।
নবান্নে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ৩১ জুলাই পর্যন্ত যাবতীয় ছাড়সহ লকডাউন চলবে। মুখ্যমন্ত্রী জানান, সংক্রমণ এড়াতে আগামী ৩১ জুলাই পর্যন্ত লোকাল ট্রেন বা মেট্রো চালানোর কোনও পরিকল্পনা নেই রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী আরও জানান, ৩১ জুলাই পর্যন্ত রাজ্যের স্কুল, কলেজ বন্ধ থাকবে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতি নিয়ে বুধবার নবান্নে সর্বদল বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই বৈঠক। বৈঠকে করোনা বিরুদ্ধে একযোগে লড়াই করার ডাক দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তাঁদের মতামত জানিয়েছেন। বৈঠক বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিয়েই আগামী ৩১ জুলাই পর্যন্ত লকডাউন বাড়ানো হল।
এদিকে, করোনা আতঙ্কের জেরে উচ্চমাধ্যমিকের ৩টি পরীক্ষা মাঝপথেই বন্ধ হয়ে যায়। উচ্চ মাধ্যমিকের বাকি থাকা তিনটি পরীক্ষা আগামী ২, ৬ ও ৮ জুলাই হওয়ার কথা। উল্লেখ্য, সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা বাতিল নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানি আছে। এই মামলার রায়ের দিকে তাঁকিয়ে রয়েছে রাজ্য সরকার।