শেরপুরের নকলা উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী, শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন তিনজন। আজ বুধবার দুপুরে শেরপুর-ঢাকা মহাসড়কের পাইস্কা বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার লাউদানা গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের সুবিনা বেগম (২০) এবং একই উপজেলার সাহাপুর উত্তর গ্রামের বাসিন্দা ও অটোরিকশার চালক আলাল উদ্দিন (৩৫)। তাঁরা সবাই অটোরিকশায় ছিলেন। আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, নিহত দুজনের লাশ নকলা থানায় আছে। স্বজনদের সঙ্গে কথা বলে আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পিকআপ ভ্যানটি আটক করা হলেও চালক পলাতক।
এস/ভি নিউজ