রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ শনিবার দ্বিতীয় দিন প্রথম ওভারেই উইকেট হারায় পাকিস্তান।
যদিও অধিনায়ক শান মাসুদ ও সাইম আইয়ুবের ব্যাটে এই ধাক্কা ভালোভাবেই সামলে উঠেছে স্বাগতিকরা। মাসুদ ৬২ বলে ৫৩ ও আইয়ুব ৮৩ বলে ৪৩ রান নিয়ে অপরাজিত আছেন। শেষ পর্যন্ত ২৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে পাকিস্তান।
প্রথম দিনের খেলা বৃষ্টিতে পণ্ড হওয়ার পর আজ রোদ হেসেছে, খেলাও শুরু হয়েছে। টস জিতে বোলিং বেছে নেয় বাংলাদেশ।
প্রথম ওভারেই ওপেনার শফিক আব্দুল্লাহকে বোল্ড করে সাজঘরে ফেরান একাদশে ফেরা পেসার তাসকিন আহমেদ। যদিও এরপর ২৪ ওভার বাংলাদেশের বোলারদের শুধুই হতাশা উপহার দেন মাসুদ ও আইয়ুব।
বাংলাদেশ একাদশে আজ একটি পরিবর্তন। শরিফুল ইসলামের জায়গায় এসেছেন তাসকিন আহমেদ। ফিরেই ঝলক দেখালেন তিনি। প্রথম ওভারের শেষ বলে তিনি বোল্ড করেছেন শফিককে। এদিকে, পাকিস্তান দলে দুটি পরিবর্তন। নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদির জায়গায় এসেছেন পেসার হামজা মির ও স্পিনার আবরার আহমেদ।
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জিতে নিয়েছে বাংলাদেশ। এই টেস্টটি ন্যূনতম ড্র হলেই সিরিজ জিতে নেবে বাংলাদেশ।
এস/ভি নিউজ