শীঘ্রই বিয়ে করছেন অনন্যা পাণ্ডে!

বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে একটাই গুঞ্জন যে, ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। ফোর্বসের সঙ্গে সাম্প্রতিক এক আলাপচারিতায় আগামী পাঁচ বছরে নিজের বিয়ে এবং সন্তান পরিকল্পনার কথা খোলাখুলি ভাবে জানালেন। এমনকী নিজের পেশাগত ভবিষ্যৎ পরিকল্পনাও সামনে আনলেন।
অনন্যার কথায়, “ব্যক্তিগত ভাবে এখন থেকে পাঁচ বছর পর আমি নিজেকে বিবাহিত হিসেবে দেখতে চাই। একটা সুখী আর থিতু সংসার হবে, সন্তান পরিকল্পনা চলবে। আর প্রচুর পোষ্য কুকুর থাকবে।” অভিনেত্রীর এই অকপট স্বীকারোক্তিতে স্বভাবতই উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। অনেকে আবার প্রশ্ন করছেন যে, ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে ডেটিংয়ের তত্ত্ব তাহলে কি জোরালো হচ্ছে।

 

 

 

পূর্বের খবরশিল্পখাতে সক্ষমতা বাড়াতে দক্ষিণ কোরিয়ার কাছে প্রযুক্তি সহায়তা চেয়েছে ঢাকা চেম্বার
পরবর্তি খবরজিমে ভয়াবহ চোট, যন্ত্রণায় কঁকিয়ে উঠলেন রশ্মিকা!