বেইজিং: বর্তমানে ভারত-চিনের মধ্যে ঠান্ডা লড়াই চলছে। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনার সঙ্গে সংঘর্ষের পর দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হয়েছে। করোনা পরিস্থিতিতে চিনের অতি আগ্রাসন নীতির জন্য বেজায় ক্ষুদ্ধ গোটা বিশ্ব। চিনা আগ্রাসনের পাল্টা কড়া জবাব দিয়েছে ভারতও। এর মধ্যেই সেদেশের সরকারি মুখপাত্র গ্লোবাল টাইমসের (China’s mouthpiece Global Times) সমীক্ষায় উঠে এল, চিনের অর্ধেক মানুষ পছন্দ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার।
গ্লোবাল টাইমসের সমীক্ষা অনুযায়ী, চিনের ৫০ শতাংশ মানুষের মধ্যে প্রবল জনপ্রিয় মোদী। ওই ৫০ শতাংশ মানুষ মোদী সরকারকে ভীষণ পছন্দ করেন। বাকি ৫০ শতাংশ চিনা নাগরিক নিজের দেশের শি জিংপিং (Xi Jinping) সরকারকেই পছন্দ করেছেন।
সমীক্ষায় বলা হয়েছে, চিনের ৩০ শতাংশ মানুষ মনে করেন লাদাখ নিয়ে দু’দেশের মধ্যে সম্পর্কের অবণতি হলেও ফের তা ঠিক হয়ে যাবে। অন্যদিকে, চিনের ৭০ শতাংশ মানুষ মনে করে বর্তমানে ভারতে চিন বিরোধী মনোভাব খুবই তীব্র। তবে সমীক্ষায় অংশ নেওয়া ৯ শতাংশ মানুষের অভিমত ভারত-চিন সম্পর্কের উন্নতি হলেও তা হবে ক্ষণস্থায়ী। আবার ২৫ শতাংশ মানুষের মনে করেন, চিন-ভারত সম্পর্কে ভালো হবে এবং তা দীর্ঘস্থায়ী হবে।
উল্লেখ্য, গালওয়ান সংঘর্ষে ২০ ভারতীয় সেনা জওয়ান শহিদ হওয়ার পরই ভারতে চিনা পণ্য বয়কটের দাবি জোরালো হয়। যার প্রভাব পড়েছে চিনের অর্থনীতেতে। একাধিক ক্ষেত্র থেকে চিনকে সরিয়ে দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। যার ফলে ভারতের মতো বিশাল বাজার হারাতে হয়েছে শি জিনপিং সরকারকে। তাতে যে চিনের সাধারণ নাগরিকরা বেজায় ক্ষুদ্ধ চিন সরকারের প্রতি। তারই চিত্র উঠে এল গ্লোবাল টাইমসের সমীক্ষায়।