দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজ শেষে বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশ দলের। নভেম্বরেই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের দল ঘোষণার আগে সবার আলোচনায় ছিলেন নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব। কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টে হারার পর সিরিজশেষে অধিনায়কত্ব ছেড়ে দেবার কথা জানিয়েছিলেন শান্ত।
ধারণা করা হচ্ছিল, প্রোটিয়া সিরিজ শেষেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিসিবি। কিন্তু দল ঘোষণায় দেখা যায়, শান্তকেই অধিনায়ক রেখে তিন ওয়ানডের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এদিকে সিরিজটি ওয়ানডে সংস্করণের হওয়ায় সাকিব আল হাসান খেলবেন কি না এমন আলোচনা-গুঞ্জন কয়েকদিন ধরেই চলছিল। কিন্তু আফগানিস্তান সিরিজের দলে নেই টাইগার ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান।
আফগানিস্তানের মোকাবিলায় শনিবার দলের একটি অংশ (যারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না) সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশও ছাড়বে। আগামী ৬ নভেম্বর মাঠে গড়াবে আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ৮ ও ১১ নভেম্বর। সব কয়টি ম্যাচের ভেন্যু শারজাহ ক্রিকেট স্টেডিয়াম।