লেবানন থেকে ফিরতে প্রবাসীদের ১১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে

লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী প্রবাসীদের আগামী ১১ অক্টোবরের মধ্যে বৈরুত দূতাবাসে আবেদন করতে হবে। বৈরুতের বাংলাদেশ দূতাবাস বুধবার (৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।

বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ‘স্বেচ্ছায় দেশে ফেরত যেতে আগ্রহী প্রবাসীদের প্রাথমিক তথ্য’ সংগ্রহ করা হচ্ছে। দূতাবাসের ফেসবুকে প্রদত্ত নির্ধারিত ফরম ডাউন লোড করে/হার্ডকপি সংগ্রহ করে আগামী ১১ অক্টোবর, রাত ১২টার মধ্যে পূরণকৃত ফরম জমা করতে হবে।

চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী ব্যক্তি ও সামাজিক সংগঠনের সহায়তায় পরিচালিত বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলো অথবা বৈরুতের দাওরায় জনাব ইসমাঈলের দোকান হতে ফরম সংগ্রহ এবং জমা করা যাবে। ই-মেইল নম্বর- evacuation2024@gmail.com এ পূরণ করা ফরম পাঠানো যাবে।

এস/ভি নিউজ

পূর্বের খবর২৩ বিচারপতির শপথ আজ
পরবর্তি খবর‘আওয়ামী লীগ নেতা বেশির ভাগই ভারতে, কেউ বা দূর দেশে’