লেবানন থেকে ঢুকে পড়েছে ‘যুদ্ধবিমান’, আতঙ্কে ইসরায়েল

লেবানন থেকে ইসরায়েলের আকাশসীমায় ঢুকে পড়েছে শত্রুপক্ষের ‘যুদ্ধবিমান’ বলে দাবি করেছে স্থানীয় মিডিয়া। রিপোর্টে দাবি করা হয়েছে, বিমানটি এগিয়ে যাচ্ছে বন্দরনগরী হাইফায়। আতঙ্কে ইসরায়েলে সতর্ক সাইরেন বেজে উঠেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আকাশসীমায় ঢুকে পড়েছে ‘শত্রু বিমান’। বিমান হামলার আতঙ্কে বেশ কিছু এলাকায় সতর্ক সাইরেন বাজানো হচ্ছে। তবে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলছেন, বিমান না, বরং ড্রোন ঢুকে পড়েছে ইসরায়েলি আকাশসীমায়। পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, বন্দরনগরী হাইফার দিকে এগিয়ে যাচ্ছে আকাশযানটি।

এদিকে, রকেটের পর ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জানা গেছে, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরের শিল্প এলাকার একটি কারখানায় আঘাত হানে হিজবুল্লাহর ড্রোন।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বেশ কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালায় হিজবুল্লাহ। এর মধ্যে একটি ড্রোন ইসরায়েলের বিমান বাহিনী ভূপাতিত করতে সক্ষম হয়। আরেকটি ড্রোন নাহারিয়া এলাকার কাছে একটি কারখানায় আঘাত হানে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর জানা যায়নি।

এস/ভি নিউজ

পূর্বের খবর‘আওয়ামী লীগের আমলে প্রতিবছর গড়ে পাচার হয়েছে ১৫ বিলিয়ন ডলার’
পরবর্তি খবরএসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত