লালপরীতে মুগ্ধ অনুরাগীরা

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচিত তিনি। পর্দার পাশাপাশি নিয়মিত সক্রিয় থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। নিজের ছবি ভিডিও নিয়মিত শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে।

যা দেখে মুগ্ধ হন অভিনেত্রীর ভক্তরা। এবার লাল পোশাকে লালপরী হয়ে ধরা দিলেন এই অভিনেত্রী।শুক্রবার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন পরীমনি। যেখানে তাকে দেখা গেছে লাল পোশাকে।

অফ শোল্ডার সাটিন প্রম লাল পোশাকের উপরে ছোট ছোট সাদা পাথর পরীকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তার চোখের চাহনি ছিল ভক্তদের ঘায়েল করার মতো। অভিনেত্রীর হাতে নেল পলিশ ঠোঁটের লিপস্টিক আর কাজল কালো চোখে যেন মনে হচ্ছে রহস্য লুকিয়ে আছে। ডিভিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘লাল পরী।
এস/ভি নিউজ 
পূর্বের খবরফলাফলের আগেই ট্রাম্প নিজেকে জয়ী ঘোষণা করলে যা করতে পারেন ডেমোক্রেটরা
পরবর্তি খবর‘ব্যাংকে সাইবার হামলার শঙ্কা’