লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা কমাতে দ্রুত মুখোমুখি অবস্থান থেকে সেনা পেছানোর বিষয়ে একমত হয়েছে দিল্লি ও বেইজিং। দুই দেশের মধ্য নবম দফায় সামরিক বৈঠকের পর এসংক্রান্ত এক যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে।
সিকিমের নাকুলা সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষের পরও শান্তির পক্ষের এই অবস্থান তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, উত্তেজনা কমানোর লক্ষ্যে ধারাবাহিক আলোচনার পাশাপাশি দুপক্ষই মুখোমুখি অবস্থানকারী বাহিনীকে সংযত রাখার বিষয়ে একমত হয়েছে। সেনাসংখ্যা কমানোর বিষয়টি দশম দফার বৈঠকে আলোচনা হবে। এ ক্ষেত্রে উভয় দেশ একমত হলে সেনা কমানোর সিদ্ধান্ত আসতে পারে।
এর আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ গত শনিবার বলেন, এলএসিতে মোতায়েন চীনা সেনার সংখ্যা কমানো না হলে ভারতও একতরফাভাবে সেনা কমাবে না। গত বছরের ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ানে সংঘর্ষের পর দুই দেশের কোর কমান্ডার স্তরের বৈঠকে মুখোমুখি অবস্থান থেকে সেনা পেছানোর পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সেটি এখনো বাস্তবায়ন হয়নি।
সূত্র : আনন্দবাজার।