রাস্তা অবরোধ করে রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

লটারি পদ্ধতি বাতিল করে মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

রবিবার সকাল ১০টার পর তারা কলেজে থেকে বেরিয়ে রাজধানীর আসাদগেট এলাকার গণভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে বেলা পৌনে ১১টার দিকে কলেজের শিক্ষকেরা তাদের বুঝিয়ে সেখান থেকে নিয়ে যান।

জানা গেছে, ভর্তি বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে সকালে একাধিকবার বসেছে কর্তৃপক্ষ।

তাদের আন্দোলন না করার আহ্বান জানানো হয়। এসব তোয়াক্কা না করে কলেজের গেট ভেঙে শিক্ষার্থীরা গণভবনের সামনের সড়কে অবস্থান নেন। এতে দুপাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটে ভোগান্তি পড়েন যাত্রীরা।
অনেকে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।

শিক্ষাথীরা বলেন, আমরা চাই লটারির মাধ্যমে নয় তৃতীয় শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত সবাই এখানে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হবে। এই দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি।

পূর্বের খবরদূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত
পরবর্তি খবরইতিহাসে অবিস্মরণীয় নাম মাওলানা ভাসানী: তারেক রহমান