ভিনিউজ- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ মুন্সীগঞ্জ জেলার উদ্যোগে শুক্রবার, বিকাল
বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের অভিভাবক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর
এড. রানা দাশগুপ্ত ও তার সহধর্মিণী রিতা দাশগুপ্ত এবং মাননীয় প্রধানমন্ত্রী’র ব্যক্তিগত সহকারী, বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদের সাবেক সভাপতি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ সারা দেশব্যাপী
নোভেল ১৯ (করোনা ভাইরাস) আক্রান্ত সকল মানুষের সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনায়
শ্রীনগর উপজেলার কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী অনন্তদেব মন্দির প্রাঙ্গণে এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয় ।

বিশেষ প্রার্থনার শেষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, শ্রীনগর উপজেলার আহ্বায়ক স্বপন কুমার রায়ের সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ মুন্সীগঞ্জ জেলার সভাপতি তাপস কুমার দাসের সার্বিক পরিচালনায় এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি বলরাম বাহাদুর।
বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ শ্রীনগর উপজেলার সদস্য সচিব সংকর দাসের উপস্থাপনায় এই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্রীনগর ইউনিয়নের সভাপতি প্রদীপ কুমার সাহা, শ্রীনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দাস, ভাগ্যকূল ইউনিয়নের সভাপতি নারায়ণ দাস, সাধারণ সম্পাদক, অমর দাস , শ্রীনগর উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের আহ্বায়ক জীবন কৃষ্ণ দাস, যুগ্ম আহ্বায়ক প্রসঞ্জীত সূত্রধর , ভাগ্যকুল ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক রতন দাস, ভাগ্যকূল ইউনিয়ন ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারন সম্পাদক পিন্টু কুমার দাস লিস্টু ধর, বিমল বর্মন, মিঠুন দাস অণির্বান, সৌরভ রাজবংশী ও শিশির প্রমুখ।