বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রোববার থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে।
সংগঠনটি আজ শনিবার বিক্ষোভের ডাক দেওয়ায় কর্মসূচি ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে পুলিশ।
রাজধানীর প্রগতি সরণি, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা গেট এলাকায় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।
সেখানে দায়িত্বরত এক পুলিশ সদস্য বলেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন। আমাদের বেশ কয়টি টিম এখানে কাজ করছে। নিরাপত্তা নিশ্চিতের সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা এখানে অবস্থান নিয়েছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ আন্দোলনরত সবাইকে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাতে ফেসবুক স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি।
পোস্টে তিনি লিখেছেন, শনিবার বিকাল ৩টায় আশপাশের সব আন্দোলনরত ছাত্র-জনতা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে জড়ো হবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এদিন বিক্ষোভ মিছিলের কেন্দ্রীয় কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে উপস্থিত থাকব।
এদিকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ঢাকার প্রবেশমুখ গাবতলীতে চেকপোস্ট বসিয়ে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের ‘সন্দেহভাজনদের’ তল্লাশি করছে পুলিশ।
তল্লাশি বিষয়ে দারুস সালাম থানার ওসি (তদন্ত) জামাল হোসেন জানান, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এটি করা হচ্ছে।
তবে কাউকে আটক করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।