রাজধানীতে পুলিশের ‘বিশেষ চেকপোস্ট’ কার্যক্রম শুরু

রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু করেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, অবৈধ অস্ত্র, মাদক ও মালামাল উদ্ধার, এবং ছিনতাই প্রতিরোধের গতকাল সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হয় এই কার্যক্রম। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত প্রতিদিন দুটি পালায় এ চেকপোস্ট কার্যক্রম চলবে বলে জানিয়েছে ডিএমপি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা মহানগরের বসিলা, বাবুবাজার, পোস্তগোলা ব্রিজ, সাইনবোর্ড, ডেমরার স্টাফ কোয়ার্টার, সবুজবাগের বাসাবো রোড (কমলাপুর), গাবতলী, খিলক্ষেতের ৩০০ ফিট, আব্দুল্লাহপুর ব্রিজ, কামারপাড়া এবং তুরাগের ধৌড় ব্রিজ এলাকায় পুলিশ চেকপোস্ট পরিচালনা করবে।

ডিএমপি জানায়, প্রথম পালা বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত, এবং দ্বিতীয় পালা রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত।

চেকপোস্ট কার্যক্রম চলাকালে ঢাকা শহরে থাকা এবং ঢাকায় প্রবেশ করা সকল যানবাহন ও যাত্রীদের সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর পুলিশ।

এস/ভি নিউজ

পূর্বের খবরআওয়ামী লীগের বড় রাজনৈতিক ভুল কী ছিল, জানালেন হাছান মাহমুদ
পরবর্তি খবরপ্রথম ভোটকেন্দ্রে ‌‘ড্র’ করল ট্রাম্প-কমলা