রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের দাপট—পাকিস্তান সফরে এখন পর্যন্ত গল্পটা এমনই। এ শহরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইতিহাস গড়া ১০ উইকেটে জয়ের পর দ্বিতীয় টেস্টেও নাজমুলদের শুরুটা হলো দাপুটে। বৃষ্টির কারণে গতকাল প্রথম দিনের খেলা ভেসে যাওয়ার পর আজ দ্বিতীয় দিন টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে ২৭৪ রানে অলআউট করেছে বাংলাদেশ। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ২১ রানে ৪ উইকেট নিয়ে জয়ের মঞ্চ গড়ে দেওয়া সেই মেহেদী হাসান মিরাজ ৫ উইকেট নিয়ে পাকিস্তান ব্যাটিংয়ে ধস নামান। তাসকিন আহমেদ নিয়েছেন ৩ উইকেট। দিন শেষে ২ ওভার ব্যাট করে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে করেছে ১০ রান। সাদমান ইসলাম ৬ রানে অপরাজিত আছেন, জাকির হাসান কোনো রান করতে পারেননি ৩ বল খেলে।
দিনের শুরুতে সুর ধরিয়ে দিয়েছেন এক বছরের বেশি সময় পর টেস্ট খেলতে নামা তাসকিন আহমেদ। শরীফুল ইসলামের কুঁচকির চোটে সুযোগ পাওয়া তাসকিন দিনের প্রথম ওভারে দেখিয়েছেন—টেস্ট ক্রিকেট তিনি কতটা মিস করছিলেন। পাকিস্তানের ওপেনার আবদুল্লাহ শফিককে প্রথম ওভারের প্রথম পাঁচ আউট সুইংয়ের পর শেষ বলে ইনসুইংয়ে বোল্ড করে স্টাম্প ভাঙেন তাসকিন। টেস্ট ক্রিকেটে যেকোনো ব্যাটসম্যানকে দুর্দান্ত সেটআপের উদাহরণ ছিল সেটি।
মিরাজের সঙ্গে তখন জুটি বেঁধে বোলিং করছিলেন নাহিদ রানা। সদ্য ক্রিজে আসা সৌদ শাকিলকে তিনি ০ রানে থামাতে পারতেন। নাহিদের গতিময় বল ব্যাকফুট খেলতে গিয়ে স্লিপে ক্যাচ তোলেন তিনি, কিন্তু মিরাজ দ্বিতীয় স্লিপে সহজ ক্যাচ ধরতে পারেননি। শাকিল অবশ্য সুযোগটা কাজে লাগাতে পারেননি। তাসকিনের রাউন্ড দ্য উইকেট থেকে আসা বাড়তি বাউন্স মেশানো বল স্টাম্পে টেনে আনেন তিনি, ১৬ রানে থামে শাকিলের ইনিংস।
উইকেটশিকারিদের তালিকায় যোগ দিয়েছেন সাকিবও। ৫৪তম ওভারে থিতু হওয়া বাবর আজমের উইকেট নিয়েছেন তিনি। ৩১ রান করে দারুণ খেলতে থাকা পাকিস্তানের সেরা ব্যাটসম্যান সাকিবের সেই চিরচেনা আর্ম ডেলিভারি ব্যাকফুট থেকে খেলতে গিয়ে এলবিডব্লু ফাঁদে পড়েন তিনি। একই ওভারে আউট হতে পারত সালমান আলী আগা। সাকিবের আর্ম বলে ব্যাট ছুঁইয়ে শর্ট লেগে ক্যাচ তোলেন সদ্য ক্রিজে আসা সালমান। কিন্তু জাকির হাসান ক্যাচ ধরতে পারেননি। তবে বাবরসহ চার ব্যাটসম্যানের বিদায়ে দ্বিতীয় সেশনে চার উইকেট নিয়ে ম্যাচের নাটাই নিজেদের দখলে নেয় বাংলাদেশ। পাকিস্তানের রান তখন ৫ ওভারে ১৮৩ রান।
এস/ভি নিউজ