‘নীলচক্র’ ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তীকোলাজ
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের গোল্ডেন স্টেট চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে মিঠু খানের সিনেমা ‘নীলচক্র’। ১৪ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের টিএলসি চায়নিজ থিয়েটারে হবে উৎসব। চলতি বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত সিনেমাটির। নির্মাতা মিঠু খানের সঙ্গে যৌথভাবে ছবির চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা।
পরিচালক মিঠু খান জানালেন, এবার ‘গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যাল’–এর অষ্টম আসর। এতে বাংলাদেশ থেকে ‘নীলচক্র’ সিনেমাটি ‘ফরেন ল্যাঙ্গুয়েজ’ বিভাগে অফিশিয়াল নির্বাচিত হয়েছে সিনেমাটি।