মেট্রোরেল বন্ধ থাকার বিষয়ে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন

বুধবার (১৮ সেপ্টেম্বর)  দীর্ঘ সময় আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল পরিষেবা বন্ধ থাকার বিষয়ে তদন্ত করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আবদুল বাকী মিয়াকে প্রধান করে গঠিত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বলে ডিএমটিসিএলের সার্কুলারে জানানো হয়েছে।

ফার্মগেট স্টেশনের কাছে মেট্রোরেল অবকাঠামোর একটি বিয়ারিং প্যাড ডিসপ্লেসমেন্ট ও পড়ে যাওয়ায় বুধবার আগারগাঁও-মতিঝিল সেকশনে সকাল ৯টা ৪০ মিনিট থেকে রাত ৮টা ২৫ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়। বিয়ারিং প্যাডটি ভায়াডাক্টের নিচে ও পিলারের ওপরে থাকে।

পূর্বের খবরসাবেক তিন সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা
পরবর্তি খবরঐশ্বরিয়ার ভয়ঙ্কর দুর্ঘটনার কথা স্মরণ করে যা বললেন অমিতাভ