‘বুলবুল’ থেকে ‘কলা’—তৃপ্তি দিমরির অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সমালোচকেরা। গত ‘অ্যানিমেল’ সিনেমাটি দিয়ে সাধারণ দর্শকের কাছে পান ব্যাপক পরিচিতি। তবে এবার মুদ্রার উল্টো পিঠও দেখলেন তিনি। নতুন সিনেমার একটি গানের জন্য প্রবলভাবে সমালোচিত হচ্ছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের
কিন্তু এই ছবির প্রথম গান মুক্তি পেতেই রোষের মুখে পড়লেন অভিনেত্রী। অনেক দর্শক মনে করছেন, গানটিতে অশালীন।
নতুন গান মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক দর্শকের মন্তব্য, অভিনয়ের চেয়ে কী এখন খোলামেলা দৃশ্যে হাজির হয়েই জনপ্রিয়তা পেতে চাইছেন তৃপ্তি?
‘ভিকি অউর বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’ ছবির প্রথম গান ‘মেরে মেহবুব’ মুক্তি পেতেই সমালোচনা আরও বেড়েছে। গানে একটি নাচের দৃশ্য নিয়ে দর্শকের আপত্তি। মেঝেতে শুয়ে নাচের ভঙ্গি দেখে অনেকে ট্রল করতেও ছাড়েননি তরুণ অভিনেত্রীকে। নৃত্যপরিচালক গণেশ আচার্যকেও কটাক্ষ করেছেন নাগরিকেরা।
তৃপ্তি ও রাজকুমার অভিনীত এই ছবি ৯০-এর দশকের প্রেক্ষাপটে তৈরি। এক নব বিবাহিত দম্পতিকে নিয়ে তৈরি এই ছবির গল্প।
এস/ভি নিউজ