মারা গেলেন পরীমণির প্রথম সিনেমার পরিচালক

এবার মারা গেলেন পরীমণির প্রথম সিনেমার পরিচালক পরিচালক শাহ আলম মণ্ডল। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সামাজিক মাধ্যমে খবরটি জানিয়েছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।

মানিক নিজের ফেসবুকে লিখেছেন, ‘বাকরুদ্ধ হয়ে গেলাম। প্রিয় শাহ আলম মণ্ডল ভাই আর নেই। খুব কাছের মানুষ ছিলেন। দেখা হলেই দারুণ আড্ডা জমত আমাদের। আর আড্ডা হবে না, আর কথা হবে না। ভাবতেই চোখ ঝাপসা হয়ে আসছে। বড় অসময়ে চলে গেলেন শাহ আলম ভাই। চলে গেলেও আপনি থেকে যাবেন আপনার সৃষ্টিতে, আমাদের অন্তরে। মহান মালিক আপনার আত্মাকে শান্তি প্রদান করুন।’

sa-20241123113609

জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শাহ আলম। শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা নেন মগবাজার কমিউনিটি হাসপাতালে। এরপর অন্য হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে ৫ হাসপাতাল ঘুরে শুক্রবার (২২ নভেম্বর) ভর্তি করা হয় গুলশানের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। পরিস্থিতির অবনতি হলে আজ শনিবার ভোরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তবুও শেষ রক্ষা হলো না।

পরিচালক সোহানুর রহমান সোহানের সহকারী ছিলেন শাহ আলম মণ্ডল। এরপর সহকারী হিসেবে কাজ করেন বদিউল আলম এবং এফআই মানিকের সঙ্গেও।

শাহ আলমের হাত ধরে সিনেমায় আসেন পরীমণি। এই পরিচালক তাকে নিয়ে নির্মাণ করেন ‘ভালোবাসা সীমাহীন’। তার নির্মিত অন্য ছবিগুলো হচ্ছে ‘আপন মানুষ’, ‘ডনগিরি’ এবং ‘লকডাউন লাভ স্টোরি’।

এর আগে, গতকাল শুক্রবার ভোরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের শিবচরের পাচ্চর এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার।

Image not found

এক পোস্টে পরীমণি লেখেন, ‘নিয়তির ডাকে দিলে যে সাড়া ফেলে গেলে শুধু নীরবতা। যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কী যন্ত্রণা!’

হঠাৎ পরীমণির এমন স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় ভক্তরা এর কারণ খুঁজে পাচ্ছেন। অনেকেই মনে করছেন প্রথম স্বামীর মৃত্যুর খবরে এই স্ট্যাটাস দিয়েছেন পরী।

আবার অনেকেই পরীমণির নানা শামসুল হক গাজীর মৃত্যুর সঙ্গে এই স্ট্যাটাসের যোগসূত্র খুঁজে পাচ্ছেন। কারণ এক বছর আগে ঠিক এইদিনেই নানা শামসুল হক গাজীকে হারিয়েছেন তিনি। আর এরই মধ্যে পরীমণির প্রথম পরিচালক চলে গেলেন।

পূর্বের খবরWorld reaches $300b climate finance deal
পরবর্তি খবরসরাসরি ভোট হবে না মেয়র-চেয়ারম্যান পদে, ভাবা হচ্ছে সংসদীয় পদ্ধতি