ঢাকাই সিনেমার প্রয়াত নায়ক সালমান শাহকে নিয়ে পরিচালক ছটকু আহমেদ যে বায়োপিক নির্মাণে হাত দিয়েছিলেন, সেটি ‘আটকে গেছে’ অভিনেতার মায়ের হস্তক্ষেপে।
সালমানের মা নীলা চৌধুরী লন্ডন থেকে টেলিফোন করে ‘স্বপ্নের রাজকুমার’ নামের সিনেমাটি বানাতে তাকে করতে নিষেধ করেছেন বলে ছটকু জানিয়েছেন।
এই পরিচালক বলেন, “’স্বপ্নের রাজকুমার’ নামের বায়োপিকের চিত্রনাট্যের কাজ শেষ করে তারপর একটা টিম বানিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে নতুন নায়ক নায়িকা বাছাই করার সিদ্ধান্ত হচ্ছিল। এর মধ্যে নীলা চৌধুরী কাজে হাত দিতে নিষেধ করেন।”
এ বিষয়ে জানতে নীলা চৌধুরীর সঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা হয়েছে।
তিনি বলেন, ” ২৮ বছর আগে যে মানুষটি চলে গেছে, তাকে নিয়ে সিনেমা, নাটক, গান এসব করা কাম্য নয়। আমি পারিবারিকভাবে আগেই এসবের বিরোধিতা করেছি। উকিল নোটিশ দিয়েছি। এগুলা করা যাবে না।”
এই জন্মবার্ষিকীতেই ছটকু জানিয়েছিলেন, নায়কের কর্ম ও ব্যক্তিজীবনের নানা ঘটনা তুলে ধরতে তার জীবনী নিয়ে সিনেমা তৈরি করতে চলেছেন তিনি। ছটকু সালমানের জনপ্রিয় সিনেমা ‘সত্যের মৃত্যু নেই’র নির্মাতা।
ছটকুর বলেছিলেন, বায়োপিক নির্মাণের এই কাজটি তিনি হাতে নিয়েছেন প্রয়াত পরিচালক সোহানুর রহমান সোহানের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে।
“সোহানের ইচ্ছে ছিল এই সিনেমাটা করার। যেহেতু সে বেঁচে নেই, তাই সোহানের স্বপ্নটা পূরণ করতে সিনেমাটা করার দায়িত্ব আমি নিয়েছি। আমার সব ধরনের প্ল্যানিং এবং সব প্রস্তুতি সম্পন্ন। এখন অভিনয়শিল্পী বাছাই করে সিনেমার কাজে হাতে দিব।”
সিনেমায় সালমানের চরিত্রে বা অন্যান্য অভিনয় শিল্পী নির্বাচনে এখনকার অল্পবয়সী অভিনেতা-অভিনেত্রীদের নেওয়া হবে বলে জানিয়েছেন ছটকু।
তিনি বলেন, “যারা সালমানের খুব ভক্ত এবং সালমানকে এখনো আইডল মানেন, এরকম কিছু আর্টিস্ট খুঁজে বের করা হবে।”
সোহানের পরিচালনায় নায়িকা মৌসুমীর বিপরীতে প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ করে ১৯৯৩ সালে বাজিমাত করে দেন সালমান। এই সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি উপহার পায় সালমান-মৌসুমী জুটি। তবে সালমানের ক্যারিয়ারের ২৭টি সিনেমার ১৩টির নায়িকাই ছিলেন শাবনূর।
সিনেমায় আসার আগেই সামিরা হককে বিয়ে করেছিলেন সালমান। ১৯৯৬ সালে ৬ সেপ্টেম্বর ইস্কাটনে সালমান শাহর বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলা করেন সালমান শাহর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরিবারের পক্ষ থেকে বরাবরই দাবি করা হয়েছে সালমানকে খুন করা হয়েছে।কিন্তু সালমান শাহর মৃত্যু এখনো তার ভক্তদের কাছে রহস্যজনক।