মহারাষ্ট্রে বড় ব্যবধানে এগিয়ে বিজেপি জোট

ভারতের মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)। এই জোটের বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে) ও এনসিপি (অজিত) ‘মহাজুটি’ ২২৫ আসনে এগিয়ে রয়েছে।

এই জোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কংগ্রেস-শিবসেনা (ইউবিটি)-এনসিপি (শরদ)-এর ‘মহাবিকাশ আঘাড়ী’র (এমভিএ) জোটের। অজিত পাওয়ারের এনসিপি নিয়ে গঠিত মহাযুতি জোটের সঙ্গে বিরোধী মহাবিকাশ আঘাড়ি (এমভিএ) জোট এগিয়ে রয়েছে ৫৫ আসনে।  এই রাজ্যে মোট আসন সংখ্যা ২৮৮। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে দরকার ১৪৫টি আসন। আজ শনিবার সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হয়েছে। দুপুরের দিকে ভোটের ফলাফল জানা যাবে বলে মনে করা হচ্ছে।

২০১৯ সালের বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে কংগ্রেস যেখানে ৪৪টি আসন পেয়েছিল, এবার পেয়েছে মাত্র ২৩টি আসন। এমভিএ জোটের অন্যান্য দলগুলোর মধ্যে শিব সেনা (উদ্ধভ ঠাকরে) পেয়েছে ২১টি আসন। শারদ পাওয়ারের নেতৃত্বে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি পেয়েছে ১৪টি আসন।

এদিকে, মহারাষ্ট্রে এনডিএ জোটের মধ্যে বিজেপি একাই পেয়েছে ১২৫টি আসন। ২০১৯ সালের নির্বাচনে বিজেপি মহারাষ্ট্র বিধানসভায় পেয়েছিল ১০৫টি আসন। এনডিএ জোটে বিজেপির অন্যতম সঙ্গী শিব সেনা (একনাথ সিন্ধে) পেয়েছে মাত্র ৫৪টি আসন এবং শারদ পাওয়ারের ভাতিজা অজিত পাওয়ারের নেতৃত্বে ন্যাশনাল কংগ্রেস পার্টি ৩৪টি আসন পেয়েছে।

এস/ভি নিউজ

পূর্বের খবরকমছে তাপমাত্রা, শীত জেঁকে বসবে কবে?
পরবর্তি খবরঅক্টোবর মাসে ৪৫২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৭৫