ভারতের মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)। এই জোটের বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে) ও এনসিপি (অজিত) ‘মহাজুটি’ ২২৫ আসনে এগিয়ে রয়েছে।
এই জোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কংগ্রেস-শিবসেনা (ইউবিটি)-এনসিপি (শরদ)-এর ‘মহাবিকাশ আঘাড়ী’র (এমভিএ) জোটের। অজিত পাওয়ারের এনসিপি নিয়ে গঠিত মহাযুতি জোটের সঙ্গে বিরোধী মহাবিকাশ আঘাড়ি (এমভিএ) জোট এগিয়ে রয়েছে ৫৫ আসনে। এই রাজ্যে মোট আসন সংখ্যা ২৮৮। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে দরকার ১৪৫টি আসন। আজ শনিবার সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হয়েছে। দুপুরের দিকে ভোটের ফলাফল জানা যাবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, মহারাষ্ট্রে এনডিএ জোটের মধ্যে বিজেপি একাই পেয়েছে ১২৫টি আসন। ২০১৯ সালের নির্বাচনে বিজেপি মহারাষ্ট্র বিধানসভায় পেয়েছিল ১০৫টি আসন। এনডিএ জোটে বিজেপির অন্যতম সঙ্গী শিব সেনা (একনাথ সিন্ধে) পেয়েছে মাত্র ৫৪টি আসন এবং শারদ পাওয়ারের ভাতিজা অজিত পাওয়ারের নেতৃত্বে ন্যাশনাল কংগ্রেস পার্টি ৩৪টি আসন পেয়েছে।
এস/ভি নিউজ