বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর হার খানিকটা কমে আসলেও ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৪ লাখ, ৯৫ হাজার ৬১ জন। এদিকে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারানো মানুষের সংখ্যা এখন লাখ ছুঁই ছুঁই।
সিএনএন’র অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে মাস্ক ব্যবহার নিয়ে সাম্প্রতিক এক জরিপের তথ্য তুলে ধরেন ড. ক্রিস মুরে। ওই জরিপে অংশ নেওয়া ৪০ শতাংশ মাস্ক ব্যবহারকারী বলেছেন তারা সব সময়ই তা ব্যবহার করেন। আর ৮০ শতাংশই বলেছেন, তারা কোনও কোনও সময় মাস্ক ব্যবহার করেন। এর আগে রবিবার হোয়াইট হাউসের করোনাভাইরাস পরিস্থিতি সমন্বয়ক ড. ডেবো রাহ ব্রিক্স জানান, ভাইরাস ঠেকাতে মাস্কের ভূমিকা রাখার পরিষ্কার বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে।
সোমবার করোনাভাইরাস সংক্রমণ কমে আসার বিষয়ে ড. ক্রিস মুরে বলেন, আমরা সত্যিই মনে করি এর কারণ মাস্কের ব্যবহার ও মানুষের অতিরিক্ত সতর্কতা। তিনি বলেন, ‘তবে অবশ্যই এই সপ্তাহের চিত্র ভীত করে তুলবে যদি মানুষ সতর্কতা ভুলতে শুরু করে।’