মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ শিক্ষার্থীদের

রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।  সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে তারা এ অবরোধ করেন।

সোমবার বেলা সোয়া ১১টার দিকে প্রায় দুই হাজার শিক্ষার্থী তিতুমীর কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করেন।

বেলা সাড়ে ১১টার দিকে মিছিলটি মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রতিনিধি না আসা পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন। তাদের দাবি, মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মহাখালীতেই আসতে হবে।

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে এবং তিতুমীর বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের দাবিতে কয়েক মাসে একাধিকবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

এদিকে অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

পূর্বের খবরবিজয় দিবস ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
পরবর্তি খবরস্বাস্থ্যসহ ৫ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করল সরকার