ভিনিউজ : চার দিনের মাথায় আজ (৭ জানুয়ারি) সাত সকালে আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ। সকাল ৭টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। জানা গেছে, ভূ-কম্পনটির উৎপত্তিস্থল চীনের তিব্বতে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। এ ভূমিকম্পে কেঁপেছে ভারত, নেপাল ও চীন। এ সময় নেপালে জন্ম নেওয়া বলিউড অভিনেত্রী মণীষা কৈরালা কি করছেন তা তার অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন। ভূমিকম্পের সময় তিনি শরীরচর্চা করছিলেন। এমনটাই জানিয়েছেন ৫৪ বছরের এ অভিনেত্রী।
আজকের ভূমিকম্প তিব্বতে আঘাত হেনেছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শিগাতসের এই ভূমিকম্পে মৃত্যু হয়েছে ৫৩ জনের, ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত আট লাখ মানুষ। ভূমিকম্পের উৎসস্থল তিব্বতের তিংরি প্রদেশে। এই অঞ্চলটিকে এভারেস্টের উত্তরের প্রবেশদ্বার হিসেবে দেখা হয়।