ভুল করে ভুলে যাই
~ মুক্তা দাশ ~
সবার খুব বিরক্তির কারন আমি…!
আমি বুঝেশুনে ই মেনে নেই ।
তবুও কারো আপন হওয়ার তীব্র বাসানা জাগে কড়ুেকুড়ে খায় সংসারী মন…
যোগ্যতার পরীক্ষায় হেরে যাই ;
মাথা পেতে নেই পরাজয় ! নীরবে ।
মাথা উঁচু করে দাড়ানোর সবগুলো পথ বহুদিন আগেই বন্ধ হয়ে গেছে ! অন্ধবিশ্বাস
ভুলিয়ে রেখেছিলো মিছে ভালোবাসায় ।
প্রথম যৌবনের অবুঝ প্রেম
একটু একটু করে বুঝিয়ে দিয়ে গেছে …. মেয়ে
তুমি শুধুই তোমার বাবার রাজকন্যা !!
কারো মনের রানী হওয়ার যোগ্যতায়
তুমি পিছিয়ে।
শাঁখা সিঁদুরে বাঁধা চারদেয়ালের নন্দিনী তুমি…
তুমি নারী।
আমি ভুল করে বারবার ভুলে যাই …
আমি কেবল ই চারদেয়ালের নন্দিনী ।
বন্দিনী ? সেও তো আমি ই !!
গাছের পাতার ফাঁকে একটুকরো আলোর চাহনি
আমায় সবুজে মুড়ে রাখে, দিশেহারা হই
লেকের জলের ছোট ছোট ঢেউ বুকে আছড়ে পড়ে !
অজানা প্রেম সুড়সুড়ি দেয় সুদূরে করে আহ্বান ।
আমি খেই হারাই আমার আমিতে
তানপুরায় সুর তুলি ভৈরবী রাগে…
আমি ভুলে যাই বারবার ভুলে যাই
কেবল ই ভুল করে ভুলে যাই
মেয়ে —– আমি নারী ।।