ভিনিউজ : চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে পাকিস্তানের। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পরের ম্যাচটি তাই তাদের জন্য একরকম বাঁচা-মরার। তবে সাম্প্রতিক ইতিহাস বিবেচনায় নিলে পাকিস্তানের শঙ্কিত হওয়ার কারণ আছে অনেক। ওয়ানডেতে গত এক দশকে দুই দলের নয়টি ম্যাচের মধ্যে স্রেফ একটিতে জিতেছে তারা। সাতটিতে জয়ী দলের নাম ভারত, বাকিটি হয়েছে পরিত্যক্ত।
আগামী রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠেয় লড়াইয়ে পাকিস্তানের পক্ষে বাজি ধরার লোক কমই। বরং এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বর্তমান চ্যাম্পিয়নদের অভিযান প্রথম রাউন্ডেই থেমে যাওয়ার সম্ভাবনা দেখছেন অনেকে। তবে দলটির অলরাউন্ডার খুশদিল শাহ আগেই হাল ছাড়তে রাজী নন। ভারতের শক্তিমত্তার কথা মেনে নিলেও তিনি মনে করিয়ে দিয়েছেন, কোনো দলই অজেয় নয়।
গত বুধবার করাচিতে নিউজিল্যান্ডের কাছে পাকিস্তান ৬০ রানে হারলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন খুশদিল। সাতে নেমে ৪৯ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। আসন্ন হাইভোল্টেজ লড়াইয়ে নিজেদের সম্ভাবনা নিয়ে টেলিকম এশিয়া স্পোর্টের কাছে তিনি বলেছেন, ‘ভারতের একটি ভালো ও শক্তিশালী দল রয়েছে। তবে সব দলকেই হারানো সম্ভব। ভারতকেও তাই হারানো সম্ভব। যদি আমাদের সেরা খেলাটা খেলতে পারি, আমরা ভারতকে হারাতে পারব। আমাদের সেই বিশ্বাস রয়েছে। আর যখন বিশ্বাস থাকে, তখন আমরা সেটাকে বাস্তবে রূপ দিতে পারি।’
দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ভারত ও পাকিস্তান ম্যাচ নিয়ে বরাবরই থাকে আলাদা উন্মাদনা। সারা দুনিয়ার ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে থাকেন দুই দলের দ্বৈরথ দেখার জন্য। মাঠের ভেতরে ক্রিকেটারদের অনুভব করতে হয় বাড়তি চাপ। খুশদিলের মতে, যারা চাপ সামলাতে পারবে, ম্যাচের ফল তাদের দিকেই যাবে, ‘যখন ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়, গোটা দুনিয়া তাকিয়ে থাকে। যে দল চাপ ভালোভাবে সামলাতে পারবে, তারাই জিতবে। আর আমরা এই বিষয়ে অভ্যস্ত।’
ভারতের সবগুলো ম্যাচ দুবাইতে হলেও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক পাকিস্তান। বাজে শুরুতে বেকায়দায় পড়ে যাওয়া দলটিকে নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। এমন পরিস্থিতিতে ভক্তদের সমর্থন চেয়েছেন খুশদিল, ‘আমরা একটি ম্যাচ হারলেও এখনও টুর্নামেন্টে টিকে আছি। যদি আমরা ভালোভাবে খেলি, ভারতকে হারাতে পারি। তাই আগেই আমাদের বাদ দিয়ে ফেলবেন না।’
চ্যাম্পিয়ন্স ট্রফির পরিসংখ্যানে জয়ের পাল্লা অবশ্য ভারী পাকিস্তানের পক্ষে। ভারতের বিপক্ষে পাঁচবারের সাক্ষাতে তিনবার জিতেছে তারা, হেরেছে দুবার। টুর্নামেন্টে দুই দলের সবশেষ ম্যাচ থেকেও আত্মবিশ্বাসী থাকার রসদ নিতে পারে দলটি। ২০১৭ সালে ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত ফাইনালে ভারতকেই ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান।