‘ব্যাংকের মাধ্যমে জুলাইয়ে লেনদেন কমেছে প্রায় দেড় লাখ কোটি টাকা’

ব্যাংকের মাধ্যমে জুলাইয়ে লেনদেন কমেছে প্রায় দেড় লাখ কোটি টাকা— বণিক বার্তা পত্রিকার প্রধান শিরোনাম এটি। এখানে বলা হয়েছে, ছাত্র-জনতার আন্দোলনের প্রভাবে গত জুলাইয়ের প্রায় পুরোটা সময় উত্তাল ছিল দেশ। তার প্রভাবে পড়েছিলো ব্যাংকেও।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, ব্যাংকের মাধ্যমে জুলাইয়ে মোট পাঁচ লাখ ৬৬ হাজার ৬৪৩ কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগের মাস জুনে হয়েছিল সাত লাখ ১৩ হাজার ৯৯০ কোটি টাকা। সে হিসাবে এক মাসের ব্যবধানে লেনদেন কমেছে এক লাখ ৪৭ হাজার ৩৪৭ কোটি টাকা বা ২০ দশমিক ৬৪ শতাংশ।

দেশে চেক, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি), ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকে অর্থ লেনদেন হয়। এর মধ্যে জুলাইয়ে সবচেয়ে বেশি লেনদেন কমেছে চেকের মাধ্যমে। এর পরই কমেছে ইন্টারনেট ব্যাংকিং ও এমএফএসের মাধ্যমে।

যেভাবে গায়েব হয় সমবায়ের ১২ হাজার ভরি স্বর্ণ— এটি মানবজমিন পত্রিকার প্রধান শিরোনাম। এখানে বলা হয়েছে, গত রোববার কুমিল্লায় এক অনুষ্ঠানে গিয়ে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা এ এফ হাসান আরিফ ‘সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না’ বলার পর থেকে তা গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মানবজমিন জানতে পেরেছে, গত ১৫ বছরে দেশের অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের মতো অনেকটা আড়ালে থাকা বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডেও লুটপাট চলেছে। ২০২০ সালের মার্চ মাস থেকে জুন মাসের মধ্যে ব্যাংকটি থেকে লুট হয়েছে ১২ হাজার ভরি স্বর্ণ।

ব্যাংকের লকার থেকে খোয়া যাওয়া ওই স্বর্ণের মালিক নারায়ণগঞ্জ কো-অপারেটিভ ক্রেডিট লিমিটেড। তারা তাদের গ্রাহকদের স্বর্ণ বন্ধক রেখে ব্যাংক থেকে প্রায় ১২ কোটি টাকা নিয়েছিল, যার সুদের পরিমাণ ১০ কোটি টাকায় দাঁড়িয়েছে।

প্রতিষ্ঠানটি ১৯৫৭ সাল থেকে সমবায়ের সঙ্গে এমন বন্ধকি ব্যবসা করে আসছিল। কিন্তু ২০১২-১৩ সালের দিকে তারা গ্রাহকের স্বর্ণ নিয়ে লাপাত্তা হয়ে যায়। এজন্য তাদের বিরুদ্ধে একটি ডিসপিউট মামলা করা হয়। মামলার রায় হলে তাদের সঙ্গে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে যোগাযোগও করা হয়। কিন্তু সেই স্বর্ণগুলো নিতে নারায়ণগঞ্জ কো-অপারেটিভ লিমিটেডের কেউ আসেননি।

সব মিলিয়ে যথাসময়ে ঋণ শোধ না করায় এক পর্যায়ে ব্যাংক সেই সোনা নিলামে তোলার সিদ্ধান্ত নেয়। ওই সময় ব্যাংকের তরফ থেকে বলা হয়েছিলো, কো-অপারেটিভের সদস্যরা জমা রাখা সোনা ঋণ পরিশোধ সাপেক্ষে নিতে চাইলে নিতে পারবে। এ সুযোগটি নিয়েছিলো কিছু অসাধু কর্মকর্তা। তারা ভুয়া ব্যক্তিকে ওই সমিতির সদস্য সাজিয়ে ভুয়া রসিদ বানিয়ে ঋণ হিসেবে নেয়া টাকা জমা দিয়ে সোনা তুলে নেয়।

প্রজ্ঞাপনের অপেক্ষায় ৬ কমিশন— প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনাম এটি। এখানে বলা হয়েছে, সংস্কার কমিশনগুলো পুরোদমে কাজ শুরুর আগে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা আলোচনা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। খুব দ্রুতই এ আলোচনা হবে বলেও জানান তিনি।

গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, কমিশনের কাজ মঙ্গলবার থেকে শুরু করার কথা। কিন্তু সিদ্ধান্ত এসেছে, দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদ আরেক দফা আলোচনা করতে চাইছে।

শফিকুল আলম বলেন, কমিটির প্রধানদের যখন নাম ঘোষণা হয়েছে, তখন কমিশনের কাজ কিছুটা হলেও শুরু হয়েছে। যেহেতু এখানে রাজনৈতিক দলগুলো একটি অংশীজন। তাই তাদের সঙ্গে আলাপ করে মতামত চাওয়া হবে। আরেক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, “এটুকু বলতে পারি, এই আলোচনাটি খুব তাড়াতাড়ি হবে। আলোচনা হওয়ার পরই দেখবেন কমিশনের কাজগুলো শুরু হয়েছে।”

RMG worker killed, scores hurt in clashes— নিউ এজ পত্রিকার প্রধান শিরোনাম এটি। এখানে বলা হয়েছে, গতকাল আশুলিয়ায় শ্রমিক ও যৌথবাহিনীর সদস্যদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন শ্রমিক নিহত এবং অনেকেই আহত হয়েছেন।

সেসময় বিক্ষুব্ধ শ্রমিকরা যৌথবাহিনীর অন্তত চারটি গাড়ি ভাঙচুর করেন। শ্রমিকরা নিরাপত্তাবাহিনীর দিকে ঢিল ছুড়লে তারাও এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে।

নিহত শ্রমিকের নাম কাউসার হোসেন খান (২৬)। তিনি ম্যাঙ্গোটেক্স লিমিটেডের অপারেটর ছিলেন। মৃত্যুর আগে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

হাজার কোটির বড় বড় ভবন কাজে এল না— আজকের পত্রিকার প্রধান শিরোনাম এটি। এখানে বলা হয়েছে, পাঁচ বছরের প্রকল্পের মেয়াদ বাড়িয়ে সাড়ে ১২ বছর করা হলেও সব ভবনের নির্মাণই শেষ হয়নি।

এক হাজার ৬১০টি ভবনের মধ্যে এ পর্যন্ত নির্মিত হয়েছে এক হাজার ৫৫৬টি। তবে বেশির ভাগ ভবনে আইসিটি ল্যাব স্থাপন; মাল্টিমিডিয়া প্রজেক্টর, আসবাব ও ল্যাপটপ সরবরাহ এবং ইন্টারনেট সংযোগ না দেওয়ায় সেগুলো কোনও কাজে আসছে না।

মেয়াদ আড়াই গুণ বাড়িয়েও এই হাল ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন (২য় সংশোধিত)’ নামের প্রকল্পের।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষার (মাউশি) অধিদপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ না করায় নির্মিত হওয়া ভবনগুলো কোনও কাজে আসছে না। আবার আসবাব ও আইসিটি সরঞ্জাম কেনাকাটায় উঠেছে অনিয়মের অভিযোগ।

জ্বালানির এলসি কমেছে ৩৬%— এটি দেশ রূপান্তর পত্রিকার প্রথম পাতার একটি শিরোনাম। এতে বলা হয়েছে, ডলার সংকটসহ বিভিন্ন কারণে দেশে চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও অগাস্টে পণ্য আমদানিতে এলসি বা ঋণপত্র খোলা ও নিষ্পত্তির হার কমেছে।

এর মধ্যে উল্লেখযোগ্য হারে কমেছে জ্বালানি (পেট্রোলিয়াম) আমদানির এলসি খোলা ও নিষ্পত্তি। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ খাতে এলসি খোলা কমেছে ৩৬ শতাংশেরও বেশি। এ সময়ে এলসি নিষ্পত্তির পরিমাণ কমেছে ২০ শতাংশ।

তবে এলসি খোলা কম হলেও দেশে জ্বালানি ঘাটতি হওয়ার কোনও শঙ্কা দেখছে না বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনসহ সংশ্লিষ্টরা।

তারা বলছেন, ডলার সংকট ছাড়াও দেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে এলসি কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। গত জুলাই মাস জুড়ে ছাত্র আন্দোলনের কারণে ইন্টারনেট সেবা বন্ধ থাকা ও ব্যাংকে সাধারণ ছুটি এ কার্যক্রম বাধাগ্রস্ত করেছে।

শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিচার্জ টিয়ারশেল— যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম এটি। এখানে বলা হয়েছে, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার দুপুরে মিছিল নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন যমুনার সামনে অবস্থান নিতে গেলে এ ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীরা দাবি মেনে নিতে বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এক ঘণ্টার আলটিমেটাম দেন।

সন্ধ্যার দিকে শিক্ষার্থীদের সাত সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার প্রতিনিধি উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেন। চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা যায় কিনা, সে বিষয়ে পর্যালোচনার জন্য আগেই একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিলো সরকার।

দুই উপদেষ্টার সাথে বৈঠক শেষে প্রতিনিধিদলের সদস্যরা সাংবাদিকদের জানান, উপদেষ্টারা আজ সরকারের গঠিত কমিটির সঙ্গে আলোচনা করবেন।

খেলাপি ঋণে আর ছাড় নয়— এটি নয়া দিগন্ত পত্রিকার প্রধান শিরোনাম। এখানে বলা হয়েছে, এবার থেকে খেলাপি ঋণ নবায়নে আর কোনও ছাড় দেয়া হবে না। এমনকি মেয়াদি ঋণ নবায়নের ক্ষেত্রেও কোনোপ্রকার শিথিলতা দেখানো হবে না।

ব্যাংক কোম্পানি আইন ও কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ীই ঋণ পুনঃতফসিল করতে হবে। মেয়াদি ঋণ খেলাপির ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক থেকে ইতোমধ্যে যে তিন মাস সময় এগিয়ে আনা হয়েছে, তা-ই বলবৎ থাকবে।

আর এ কারণে এস আলমসহ বড় বড় ব্যবসায়ীদের নেওয়া ঋণ গতকাল সোমবার থেকে খেলাপি হওয়া শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র।

তাজুলের নীতি ভোট ছাড়াই জনপ্রতিনিধি— এটি সমকাল পত্রিকার প্রধান শিরোনাম। এখানে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শেষ দু’বারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম মন্ত্রিত্ব পাওয়ার পর তার কুমিল্লা-৯ আসনের লাকসাম ও মনোহরগঞ্জে স্থানীয় সরকারের মেয়র, চেয়ারম্যান থেকে শুরু করে ইউপি সদস্যদের বেশিরভাগই বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন।

এ প্রক্রিয়ায় ক্ষমতার জোরে জনপ্রতিনিধি বানান শ্যালক মহব্বত আলী, ভাতিজা আমিরুল ইসলামসহ অনেক স্বজনকে। বিনিময়ে অবশ্য টাকাও নিতেন।

স্থানীয়দের অভিযোগ, বিরোধীদের দমাতে তাজুলের ক্যাডার বাহিনী ছিল। এছাড়া, বিপক্ষ মত ঘায়েল করার ক্ষেত্রে তার প্রধান অস্ত্র ছিল মিথ্যা মামলা।

এস/ভি নিউজ

পূর্বের খবরসাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি গ্রেপ্তার
পরবর্তি খবরআজকের রাশিফল