
শ্রদ্ধাভাজন বেবী আপা। বেবী মওদুদ সাংবাদিক, লেখিকা, সংসদ সদস্য। অসাম্প্রদায়িক, প্রগতিশীল চিন্তা-চেতনার একজন অনন্য মানুষ। কখনো অভিভাবক, কখনো শিক্ষক, কখনো সহকর্মী, কখনো বন্ধু। দীর্ঘ সাংবাদিকতা পেশা জীবনে এই সম্পর্ক নিয়েই আমাদের সাথে থেকেছেন,চলেছেন। আজ তিনি নেই। তাঁর জন্মদিনে স্মৃতি থেকে শ্রদ্ধা। যেখানেই থাকুন, ভাল থাকুন। যেভাবে হাসিমুখে আমাদের সাথে মধ্যমনি হয়ে থাকতেন, সেভাবেই বিধাতা রাখুন আপনাকে।