দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি আগের দিনের চেয়ে কমেছে। আজ বুধবার তিন বিভাগের অনেক জায়গায় অবশ্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তবে দেশের অন্যত্র বৃষ্টি আরও কমবে। আগামী শুক্রবার থেকে আবার বৃষ্টি বেড়ে যেতে পারে।
লঘুচাপের কারণে এর আগে দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সেই সতর্কসংকেত উঠিয়ে নেওয়া হয়েছে।
বৃষ্টি কমে যাওয়ায় দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় নোয়াখালীর মাইজদীকোর্টে—৩৬ মিলিমিটার। এর আগের ২৪ ঘণ্টা দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল যশোরে—৮৪ মিলিমিটার।
সাগরে লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর কারণে এই প্রবল বৃষ্টি হয়। মৌসুমি বায়ু এখনো সক্রিয়। তবে লঘুচাপের কারণে দেশের চার বন্দরকে দেওয়া ৩ নম্বর সতর্কসংকেত আজ উঠিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, আগামীকাল বৃহস্পতিবার আরেক লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে এর প্রভাব পড়বে অনেক দেরিতে।
এস/ভি নিউজ