বীর মুক্তিযোদ্ধা, সাব সেক্টর কমান্ডার ও গবেষক মেজর (অব:) এ.এস এম শামসুল আরেফিন জন্মদিন আগামীকাল

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ১৬ জানুয়ারী বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা, ৯ নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মেজর (অব:) এ.এস এম শামসুল আরেফিন এর জন্মদিন।
এ উপলক্ষে আগামীকাল নাখালপাড়া তাঁর নিজ অফিসে এক অনাড়ম্বর পরিবেশে কেক কেটে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীদের ফুলেল শুভেচ্ছায় জন্মদিনের ভালোবাসায় সিক্ত হবেন।
এ.এস এম শামসুল আরেফিন তাঁর জীবনের পুরোটাই কেটেছে মুক্তিযুদ্ধ নিয়ে। মুক্তিযুদ্ধের ওপর এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে এ পর্যন্ত তিনি চল্লিশটির উপরে বই সম্পাদনা ও গবেষণা করেছেন।
তিনি পাকিস্তানি সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় সেখান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, পরে মুক্তিযুদ্ধ নিয়ে নিরলস ভাবে গবেষণা কাজে লেগে থাকেন।

পূর্বের খবরএ বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন চায় বিএনপি
পরবর্তি খবরআগামী ৩ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর