বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল

আগামী ৩ অক্টোবর পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। টুর্নামেন্টটি বাংলাদেশের হওয়ার কথা ছিল। তবে রাজনৈতিক অস্থিরতায় নিরাপত্তা সংকটে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়। সেই বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল দশটায় আরব আমিরাতের উদ্দেশে রওনা দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এবারের বিশ্বকাপের ‘বি’ গ্রুপে খেলবে টাইগ্রেসরা। গ্রুপ পর্বে ম্যাচ আছে চারটি। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।

এই গ্রুপ সেরা দুই দল যাবে সেমিফাইনালে। সবশেষ চার টি-টোয়েন্টি বিশ্বকাপে একটা ম্যাচও জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা। তবে এবার অন্তত একটি ম্যাচ জিততে চায় তারা।

গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছিলেন, ‘যে পরিসংখ্যানের (জয়খরা) কথা বললেন, আমার মাথায় এটা সবসময় থাকে যে, আমি নিজেও চারটি বিশ্বকাপ খেলেছি, এখনও পর্যন্ত একটা ম্যাচ জিততে পারিনি। অবশ্যই এবার বিশ্বকাপে আমার ব্যক্তিগতভাবে যেমন লক্ষ্য, গোটা দলেরও তেমনই লক্ষ্য যেন আমরা একটা ম্যাচ জিতে শুরু করতে পারি।’

পূর্বের খবর৪৭ পুলিশ সুপারকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি
পরবর্তি খবরপ্রথমবারের মতো তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাল জাপান