প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।
শুক্রবার (২৬ জুন) দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য জানান।