বিদৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি

গত ২৪ ঘণ্টায় নতুন করে বৃষ্টি না হলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বাড়ছে তিস্তা নদীর। পানি উন্নয়ন বোর্ড বলছে, রংপুরের কাউনিয়া পয়েন্টে রোববার তিস্তার পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে তিনি বলেছেন, এখন বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার থেকে প্রবাহিত হলেও আগামী ২৪ ঘণ্টায় তা কমতে পারে।

পানি উন্নয়ন বোর্ড বলছে, রংপুরের কাউনিয়ায় পানি বাড়লেও লালমনিরহাটের তিস্তা ব্যারাজে সে অনুপাতে পানি বাড়েনি।

কাউনিয়া পয়েন্টে নদীর পানি বাড়ায় তিস্তার চরাঞ্চলসহ নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে।

তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানির উচ্চতা কমে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পূর্বের খবরমিয়ানমারে ফিরছেন ১২৩ বিজিপি, দেশে আসছে ৮৫ বাংলাদেশি
পরবর্তি খবরঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত