বিদায় সেপ্টেম্বরে প্রবাসী আয় এসেছে ২৬৮ কোটি ডলার

বিদায়ী সেপ্টেম্বর মাসে দেশে প্রবাসী আয় এসেছে ২৬৮ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স। রোববার (৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, সেপ্টেম্বরে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের ওই সময়ে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ১৬৩ কোটি ৪০ লাখ ডলার।

পূর্বের খবরডেঙ্গুতে ৫ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
পরবর্তি খবরদ্রুতই দেশে ফিরে আসব, নির্বাচনে অংশ নেব- বিবিসি বাংলায় সাক্ষাৎকারে তারেক রহমান