‘রক্ত দিয়ে নাম লিখেছি, বাংলাদেশের নাম……’, ‘বিজয় নিশান ওড়ছে ওই’সহ আরো অনেক গানের সুরস্রষ্টা শব্দ-সৈনিক সুজেয় শ্যাম। ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধকালে এই শব্দ সৈনিক স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সুর-সৃষ্টি করেছেন অসাধারণ সব দেশাত্ববোধক আর বিপ্লবী গানের। আমাদের প্রজন্মের কাছে সুজেয় শ্যাম এক প্রবাদ প্রতীম সুরস্রষ্টা। গতকাল বৃহষ্পতিবার রাত ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর আত্মা চিরশান্তি লাভ করুক।
বাংলাদেশের মানুষ (যারা তাঁর সুর করা গান শুনেছেন) সুজেয় শ্যামকে হৃদয়ের গভীরে লালন করবে আজীবন। সুরস্রষ্টা হিসেবে তিনি অমর। পরপারে অনেক ভালো থাকুন তিনি। বিদায় শ্যাম’দা, বিদায়!
এস/ভি নিউজ